Saturday, October 4, 2025
spot_img
HomeScrollদশেরা ঘিরে রণক্ষেত্র জেএনইউ, আহত বহু পড়ুয়ারা
Jawaharlal Nehru University

দশেরা ঘিরে রণক্ষেত্র জেএনইউ, আহত বহু পড়ুয়ারা

বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং শিক্ষার্থীদের বিশ্বাসের উপর সরাসরি আক্রমণ

নয়াদিল্লি: দেশজুড়ে উৎসবের আমেজ। দশেরা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দুর্গাপুজোর বিসর্জন এবং রাবণ দহনকে কেন্দ্র করে JNU-তে ABVP- র সঙ্গে বামপন্থীদের তুমুল সংঘর্ষ। ABVP- র রাবণ দহন নিয়ে গোলমালে সূত্রপাত। অভিযোগ, রাবণের মুখ বানিয়েছে কানু সান্যাল, চারু মজুমদার, উমর খালিদদের (Umar Khalid) মুখ ব্যবহার করে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) ছাত্র সংসদের প্রশ্ন, গডসে, অনুরাগ, পরবেশ ভার্মা, রাম রহিমদের মুখ ব্যবহার নয় কেন?

জানা গিয়েছে, জেএনইউ প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করা হয়েছিল। জেএনইউ প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করা হয়েছিল। সেই কুশপুতুল পোড়ানোর উদ্যোগ নিয়েছিল এবিভিপি। অশান্তির সূত্রপাত এবিভিপি পরিচালিত রাবণ দহন অনুষ্ঠান থেকে। গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনটির দাবি, বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ সবরমতী টি পয়েন্টের (Sabarmati T-Point) কাছে আচমকাই পাথরবৃষ্টি শুরু হয় দশেরার মিছিল ঘিরে। বহু পড়ুয়া আহত হন।
অভিযোগ,যে বাম-অনুমোদিত শিক্ষার্থী দলগুলি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দুর্গা প্রতিমা-নিমজ্জন মিছিলে আক্রমণ করেছে, এবং বাম সংগঠনগুলি একটি রবিউনের মাধ্যমে রাজনৈতিক প্রচারের জন্য এবিভিপি-র বিরুদ্ধে অভিযোগ করেছে। এবিভিপি জেএনইউর সভাপতি মায়ানক পঞ্চাল বলেছিলেন, “এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানের উপর আক্রমণ নয়, বিশ্ববিদ্যালয়ের উত্সব ঐতিহ্য এবং শিক্ষার্থীদের বিশ্বাসের উপর সরাসরি আক্রমণ। এবিভিপি কোনও মূল্যে এই জাতীয় সাংস্কৃতিক আগ্রাসন সহ্য করবে না।” এবিভিপি জেএনইউর মন্ত্রী প্রবীন পাইউশ অভিযোগ করেছেন যে, “দুর্গা বিশার্জনের মতো পবিত্র আচারের সময় পাথর-পেল্টিং এবং এমনকি মহিলা শিক্ষার্থীদের উপর আক্রমণ করা নিন্দনীয় ও লজ্জাজনক” এবং প্রশাসনের কাছ থেকে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।

আরও পড়ুন: সোনমের গ্রেফতারি ‘অবৈধ’,ওয়াংচুকের মুক্তির আর্জি নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ স্ত্রী

পাথর ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে আইসা। তাদের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করে রাবণ দহন আয়োজন করেছিল এবিভিপি। এহেন আচরণ ইসলামোফোবিয়ার নিদর্শন। রাজনৈতিক স্বার্থের কথা ভেবেই এভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। ঘৃণার রাজনীতি কোনওদিন বরদাস্ত করা হবে না।

অন্য খবর দেখুন

Read More

Latest News